গ্রামের মেয়ে বলে ১ম পর্ব

                


         গ্রামের  মেয়ে বলে ১ম পর্ব .লেখিকা - সোনিয়া ইসলাম 

কাব্য :::::::::::No,dad এটা হতে পারে না আমি কিছুতেই এই বিয়ে করতে পারবো না।তুমি ভাবলে কি করে আমি একটা গ্রামের মেয়েকে বিয়ে করবো?

বাবা:::::::::::কেনো সমস্যা কোথায় গ্রামের মেয়েকে বিয়ে করতে গ্রামের মেয়েরা কি মানুষ না?
কাব্য ::::::::::ওরা আবার মানুষ নাকি না জানে ভদ্রতা না জানে শুদ্ধ ভাবে কথা বলতে গাইয়া ভুত কতো গুলো listen dad i am not interested that's like girls okay so don't tell me again please dad i can't do this.
বাবা:::::: you are wrong my son এখন গ্রাম অনেক এগিয়ে গিয়েছে এখন গ্রামে মানুষ অনেক বদলে গিয়েছে আর মেয়েটি Educated অনেক ভালো একটি মেয়ে। আমি আশা করি ও তোমার সাথে ঠিক মানিয়ে নিতে পারবে। আর সব চেয়ে বড় কথা ও আমার ছোটবেলার বন্ধুর মেয়ে আর তাছাড়া তোমাদের বিয়ে আমরা অনেক আগেই ঠিক করে রেখেছিলাম কথা ছিলো তুমি দেশে ফিরলেই বিয়ে টা হবে তাই আর দেরী করতে চাই না।আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম আর আমি আমার কথা রাখবো। কাব্য
কাব্য::::::: sorry dad i.......
বাবা:::::::::আমি কোনো কথা শুনতে চাই না তুমি বিয়ে টা করছো that is fixed okay?
কাব্যঃ No, Dad that's not possible.
বাবা:::::::ভেবে বলছো তো?
কাব্য::::::এখানে ভাবার কি আছে dad?
বাবা:::::অবশ্যই ভাবার আছে তুমি যদি এই বিয়ে না করো তাহলে আমি তোমাকে আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করবো
কাব্য:::::::::what?
বাবা::::::::yes, my son তুমি যদি আমার কথা না ভাবো আমার সম্মানের কথা না ভাবো তো আমি ভুলে যাবো তুমি আমার ছেলে।এখন ভেবে দেখো কি করবে choice is your (বলে চলে যায় মিস্টার আমির চৌধুরী )
কাব্য:::::::dad.....dad...listen to me...dad...😡dame it (রেগে হাতের কাছে ফুল দানি টা ভেঙ্গে ফেলে )
(কাব্য এই গল্পের হিরো গতকাল America থেকে লেখা পড়া শেষ করে দেশে ফিরেছে আর বাকি টা পরে জানতে পারবেন )
ফুপ্পি তখন রুমে আসে আর..............কাব্য বলে
কাব্য::::::: ফুপ্পি শুনেছো কি বলছে dadআমি থাকবো না আর এখানে। চাই না আমার কিছু তবুও আমি গ্রামের কোনো গাইয়া মেয়েকে বিয়ে করবো না।
ফুপ্পি::::::: oh no my son Relax দেখ এখন মাথা গরম করলে চলবে না (মাথায় হাত দিয়ে)cool down my SON
কাব্য::::::::কি বলছো কিভাবে মাথা ঠান্ডা করবো। dad...কিভাবে করতে পারলো এমন টা আমার সাথে? বলা নেই শুনা নেই কোনো এক so called মেয়ের সাথে বিয়ে করতে হবে বলে গেলেন।তুমি কিছু একটা করো না please.
ফুপ্পিঃ উফফ দেখো আমি ভাইয়ার সাথে কথা বলেছি এখন আমাদের কাছে এই বিয়ে টা করানো ছাড়া কোনো উপায় নেই।আমি বলি কি এখন বিয়ে টা করে নাও তারপর কোনো এক বাহানা দিয়ে divorce দেওয়া যাবে।
কাব্য ::::::::what কি বলছো এসব !
ফুপ্পি::::;:;;হুম ঠিকই বলছি এখন আর না করো না ভাইয়ার উপর আর একটা কথাও বলো না।ভাইয়ার শরীর টা এমনি ঠিক নেই please my son don't say no please.
কাব্য::::কিন্তু?
ফুপ্পি ::::::::কোনো কিন্তু না আমি যাচ্ছি ভাইয়াকে বলতে তুমি এই বিয়েতে রাজি। okay...
দেখতে দেখতে বিয়ে টা হয়ে গেলো বৌ সেজে বসে আছে গল্পের নায়িকা সোনিয়া ইসলাম মিষ্টু
মিষ্টু::::::: কি হলো এটা হঠাৎ করে সব কিছু......... কেমন যেনো অদ্ভুত লাগছে।হঠাৎ ভাইয়া এসে জানিয়ে দিলো বিয়ে করতে হবে বাবার ছোটবেলার বন্ধুর ছেলেকে। বাবা মৃত্যুর আগে তার বন্ধুকে কথা দিয়েছেন বাবার শেষ ইচ্ছা রাখতে হবে আমাদের।
তাই আমাকে বিয়ে টা করতে হবে।না হলে আমার বাবার আত্মা কষ্ট পাবে মাথা নিচু হয়ে যাবে সবার।এমন ভাবে বলো যে আমি কিছুতেই না বলতে পারলাম না। ছোট থেকেই বাবা মা চলে যাওয়ার পর ভাইয়াই আমাকে বড় করেছে খুব আদরে যত্নে বড় করেছে কখনো কোনো অভাব বুঝতে দেয়নি।
আমি ভাইয়ার সব কথা শুনে এসেছি।মুখের উপর কোনো কথা বলিনি ভাইয়ার সব কথাকে আদেশ ভেবে পালন করেছি।
তাই আমার শুশুরের কথায় ভাইয়া ও রাজি হয়ে যায় ভাইয়া জানে এই পরিবারের সবাই খুব ভালো কিন্তু ভাইয়া চাইনি এতো তারাহুরো করে বিয়ে টা দিতে। কিন্তু জানিনা কেনো আমার শুশুর একটু বেশি তারাহুরো করেই,,,যাক সেসব কথা।
তবুও মনে একটা কিন্তু.. তো থেকেই যাচ্ছে .. কি করবো বুঝতে পারছিলাম না।তাই একরকম বাধ্য হয়ে বিয়ে টা করতে হলো।এমন না যে আমার কারোর সাথে রিলেশন আছে আমি কখনো এসব রিলেশন নিয়ে ভাবিই নি এসব আমার কাছে সব সময় ন্যাকা ন্যাকা লাগতো।
তাই এসব নিয়ে ভাবিনি কখনো কিন্তু আমার বিয়ে টা যে এইভাবে হবে এটাও কখনো ভাবতেই পারিনি। না জানি ছেলেটি সম্পকে। না জানি তার পরিবারের সম্পর্কে। আমি মনে হয় প্রথম মেয়ে যে কি না তার শুশুর বাড়ির সম্পর্কে কিছু জানে না শশুর বাড়ি বসে আছি অবশ্য বাবার বন্ধুকে ছোটবেলাই দেখেছিলাম আর আজ দেখে অনেক ভালো মানুষ মনে হলো।
কিন্তু আমার উনাকে এখনো দেখিইনি। না জানি কেমন হবে আল্লাহ জানে....................... উফফ।
এই ভাবে বসে থাকতে থাকতে পায়ে জিম ধরে গিয়েছে 3 ঘন্টা থেকে বসে আছি।আর ভালো লাগছে না হঠাৎ দরজা খুলার শব্দ পেলাম মনে হয় উনি এসেছেন। তাই খাট থেকে নেমে উনার কাছে গেলাম সবাই বলে দিয়েছে উনি যখন আসবেন তখন যেনো তার পায়ে হাত দিয়ে সালাম করি আমি মাথার কাপড় টা আর একটু টেনে নিলাম যেই উনাকে সালাম করবো তখনি উনি বলে উঠলেন।
কাব্যঃ what nonsense কি হচ্ছে এসব একদম আমার কাছে আসার চেষ্টা করবে না okay 😡(ধমক দিয়ে )
মিষ্টি:::::::না মা...মানে আসলে সা....সা...লাম করছিলাম এ..টা তো নিয়ম তাই(বলেই সালাম করতে যায় আর উনি সরে গেলেন)
কাব্য ::::::::wait wait এসব ন্যাকামো আমার সাথে একদম করবে না বলে দিলাম।আর এসব করে কোনো লাভ ও হবে না okay so don't be try again আর listen আমি just বাধ্য হয়ে তোমার মতো একটি গাইয়া মেয়েকে বিয়ে করেছি কিন্তু আমি এই বিয়ে টা মানি না।
so তুমিও আমার কাছে কিছু আশা করবে না okay আর খুব তারাতারি আমি তোমাকে divorce দিয়ে দিবো।.....আর হ্যাঁ এসব কথা যেনো বাইরে কেউ না জানে। জানলে তোমার জন্য সেটা ভালো হবে না।
যাও এখান থেকে আমি ঘুমাবো আর আমার বেডে আসে পাশেও যেনো না দেখি শুনেছো।নিচে বা সোফায় ঘুমাবে। বলেই পা থেকে মাথা পযর্ন্ত একবার দেখলো লাল বেনারসি শাড়ি পরে দাড়িয়ে আছে মাথায় ঘুমটা দেওয়ার জন্য মুখটি ঠিক ভাবে দেখা যাচ্ছে না.....।কি হলো এমন করে সং সেজে দাড়িয়ে আছ কেনো?
......................................... O hlw.....,......উফফ কি দেখে যে dad এমন একটি গাইয়া ভুতের সাথে বিয়ে দিলো যার কিনা বারো হাত কাপড়ের তেরো হাত ঘুমটা।
মিষ্টিঃ উনা কথা গুলো শুনে চোখ থেকে অটোমেটিক পানি পরতে লাগলো কি বলছেন উনি এসব বিয়ের....প্রথম দিনে যে এমন কিছু শুনবো ভাবতেই পারিনি উনা কথা গুলো শুনে যেনো পাথর হয়ে দাঁড়িয়ে আছি একটু নড়ার শক্তিও পাচ্ছি না কি বলেন এসব D.......D...Di.....vorce দিবেন মানে..., কি...............
কেনো জানিনা অনেক কষ্ট হচ্ছে উনার কথা গুলো নিতে পারছিলাম না।অনেক প্রশ্ন মনে মধ্যে কিন্তু কিছু বলার শক্তি নেই যেনো আমার মাঝে।
কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না
কিছু বলতে যাবো তার আগেই উনি একটা বালিশ ছুড়ে মারেন আমার দিকে।
কাব্য ::::::::যাও যেখানে ইচ্ছা শুয়ে পরো আমাকে একদম Disturb করবে না।
মিষ্টি:::বলেই লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পরলেন অন্ধকার রুমে দাড়িয়ে আছি এই রুমের মতো যে আমার জীবন টাও অন্ধকারে কালো মেঘে ঘিরে ধরেছে আজ। কান্না করতে করতে নিচে বসে পরলাম কি করবো আমি এখন?
ভাইয়াকে তো এসব জানাতে পারবো না অনেক কষ্ট পাবে।এই বিয়ে টা হওয়াতে অনেক খুশি ছিলো কি করে বলবো তোমার বোনটা যে খুবই অভাগী সুখ তার কপালে সই না।ভাইয়া কি করবো আমি.......না আমি এই বিয়েটা ভাঙ্গতে দিবো না বাঙ্গালী মেয়েদের সত্যি কারের বিয়ে এক বারিই হয়। আমি চেষ্টা করবো বিয়েটা বাচাতে আর কেনো উনি আমার সাথে এমন করছে আমাকে জানতে হবে..............এখন তো উনিতো ঘুমিয়ে পরেছে মনে হচ্ছে।কাল সকালে কথা বলতে হবে সমস্যা কি উনার আমাকে নিয়ে।
কান্না করতে করতে কখন যে চোখ লেগে এসেছিলো বুঝতেই পারিনি ঘুম ভাঙ্গলো দরজায় নক করা শব্দ শুনে চারদিকে তাকিয়ে দেখি সকাল হয়ে গেছে একবার খাটের দিকে তাকিয়ে উনার উপর চোখ পরে কি সুন্দর ঘুমাছে কাল তো দেখিনি কি নিষ্পাপ লাগছে। ফর্সা গায়ের রং মাথার চুল গুলো অনেক সিল্কি।চুল গুলো কপালে এসে পরেছে অনেক কিউট লাগছে দেখতে..........হঠাৎ করে রাতে কথা গুলো মনে পরতেই চোখ থেকে কয়েক ফোটা পানি গড়িয়ে পরলো আবার দরজা আওয়াজে হুস এলো মাথায় কাপড় দিয়ে দরজা খুলে দিলাম দেখি দুটি মেয়ে মিটমিট করে হাসছে আমাকে দেখে একজন বলেন
অচেনা মেয়ে::::::::কি গো এতো দেরী হলো যে দরজা খুলতে,,,,এই কি তুমি এখনো সাওয়ার নাওনি!!
মিষ্টি::::::::না মানে আসলে
অচেনা মেয়ে::::;থাক আর বলতে হবে না যাও গিয়ে সাওয়ার নিয়ে রেডি হও তারাতারি।তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ আমি তোমার সম্পর্কে ভাবি তোমার স্বামীর বড় ভাইয়ের বৌ আর ও তোমার ননদিনী নিশি আর বাকি সবাই নিচে wait করছে।তোমার সাথে তো আমাদের ঠিক করে কথায় হয়নি।যাক সেসব কথা তারাতারি রেড়ি হয়ে নাও একটু পর আসছি আমরা কেমন?
মিষ্টি:::::::জ্বি
উনারা চলে গেলেন আমি গিয়ে সাওয়ার নিয়ে একটা শাড়ি পরে বের হলাম মাথার চুল গুলো ঝাড়ছিলাম হঠাৎ...................
চলবে?

Post a Comment

Previous Post Next Post