গ্রামের মেয়ে বলে ২ম পর্ব .লেখিকা - সোনিয়া ইসলাম
ওনারা চলে যান আমি গিয়ে শাওয়ার নিয়ে একটা শাড়ি পরে বের হলাম মাথার চুল গুলো ঝাড় ছিলাম হঠাৎ........আয়নাই ওনাকে দেখতে পেলাম কেমন করে যেনো তাকিয়ে আছে।
কাব্য::::::হঠাৎ মুখে পানি আসাতে চোখ মেলে সামনে তাকাতেই দেখতে পেলাম মেয়েটি ভেজা চুলে দাঁড়িয়ে আছে দেখতে ভালোই লাগছে। মেয়ে টার পা থেকে মাথা পযর্ন্ত দেখে একটা নীল শাড়ি পরে দাঁড়িয়ে কোমর অবধি ভেজা চুল। চুল থেকে টুপটাপ পানি পরছে একদম ছোট পরীর মতোই লাগছে চোখের .. oh no kabbo তোর পছন্দ এই মেয়ে হতেই পারে না।No No ।মেয়ে টা আমার দিকে ফিরতে চোখ ফিরিয়ে নিলাম।.........................রাগীভাব নিয়ে।বল্লাম
কি হচ্ছে কি এসব সকালবেলা (ধমকে )
মিষ্টু:::::না মা..... মা......নে (ভয়ে)
কাব্য::::;:কি মানে মানে করছো একদম ন্যাকামি করবে না সকাল সকাল ঘুম টা নষ্ট করে এখন নাটক করা হচ্ছে।[ এমন সময় বাইয়ে থেকে কেউ দরজা নক করে]। কি হলো এভাবে আমার মুখ না দেখে দরজা টা খোলতে পারছো না? (দাতে দাত চেপে)
মিষ্টু:::: জ....জ্বিইই
ভাবি:::::: কি গো নতুন বউ দরজা খুলতে এতো সময় লাগে নাকি ..............আর আমার দেবর টা উঠেছে নাকি.....
মিষ্টু:::::: জ্বি উঠেছেন( নিচু সরে বলে)
ভাবি:::::যাক ভালো চলো আমার সাথে তোমাকে একটু সাজিয়ে দিই এমনেই তোমাকে না সেজেও মাসল্লাহ খুব সুন্দর লাগছে।তবুও নিয়ম চলো আমার সাথে...... কাব্য তুমি ও রেডি হয়ে নিচে আসো খাবার টেবিলে কেমন।
কাব্য ::::: ওকে আসছি(বলেই শাওয়ার নিতে গেলাম)
ভাবি আমাকে একটা রুমে নিয়ে আসলেন হালকা করে সাজিয়ে দিলেন তারপর নিচে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন সবাইকে সালাম করলাম। সবাই অনেক প্রশংসা করলেন। প্রতিবেশীরা....................
প্রতিবেশী 1:::::::বাহ ভাবি বৌমা তো খুবই মিষ্টি দেখতে আর লক্ষীমতোও কি মিষ্টি ব্যবহার,, তোমাদের ভাগ্য বলতে হবে।এমন বৌমা পেয়েছো।বেঁচে থাকো মা।আজকালকার মেয়েরা তো সালাম তো দূরে থাক ভদ্রতা ও ভুলে গিয়েছে কিন্তু তোমার বৌমা এখন কার দিনের মেয়ে হয়ে ও সবাইকে কি সুন্দর ভাবে সালাম দিলো।
আমার শাশুড়ি সবার কথা শুনে খুশি হলেন সবাই ভালো ভালো কথা বলছিলো হঠাৎ একজন মহিলা বলে উঠলেন।
প্রতিবেশি2:::::: হুমম করবেই তো গ্রামের মেয়ে বলে কথা।ওতো টা স্মাট হতে পারেনি এখনো।তা মেয়ে তো দেখতে শুনতেই ভালোই কিন্তু গ্রামের মেয়ে কি পারবে আমাদের সোসাইটিতে মানিয়ে নিতে? আর সব চেয়ে বড় কথা কাব্যর সাথে মানিয়ে নিতে পারবে কি?তাছাড়া কাব্য America থেকে লেখাপড়া করে এসেছে এই মেয়েকে কি পছন্দ হবে। ভাই সাহেব যে কি দেখে এই সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ জানে(দীর্ঘ শ্বাস ফেলে )
মা::::::কেনো পছন্দ হবে না ভাবি আমার বৌমা কম কিসের? আর গ্রামে মেয়েরা বেহায়াপনা করতে পারে না শহরের মেয়েদের মতো তাই তারা অবহিলিত হবে কেনো?আর আমি খুশি আমার স্বামী সিদ্ধান্তে আপনারা তো আমার বৌমার সাথে কথা বললেন কেউ কি বলতে পারবেন বৌমা গ্রামের মেয়ে? আর ভাবি স্মাটনেস্ট বলতে কি আপনার মেয়েকে বুঝায় যে ছোট ছোট কাপড় পরে রাত করে বাড়ি ফিরে আপনাদের কথা শুনা তো দূরের কথা উলটো আপনাদের মুখে উপর বেয়াদবি করে একেই কি বলে স্মাটনেস্ট?তাহলে তো বলবো ভাগ্যিস আমার বৌমা গ্রামের মেয়ে।
প্রতিবেশী2 :::::: ভাবি আপনি কিন্তু বাড়িতে ডেকে অপমান করছেন।
মা:::::::অপমান আমি না আপনি যেচ্ছে হচ্ছেন আপনাকে এখানে আমার বৌমার ভুল ত্রুটি বিচার করা জন্য ডাকা হয়নি। নতুন বৌ দেখতে এসেছেন ভালো কথা দেখে খেয়েদেয়ে চলে যাবেন।......... বড় বৌমা ছোট বৌমাকে এখান থেকে নিয়ে যাও।
তারপর ভাবি আমাকে ওখান থেকে নিয়ে আসলেন আজ আমার শাশুড়িমা যেভাবে আমার জন্য কথা বললেন মনে হলো যেনো আমার নিজের মা।কিন্তু ওই মহিলার কথা গুলো শুনে খুব খারাপ লাগছিলো আচ্ছা গ্রামের মেয়ে নিয়ে এদের সমস্যা কোথায় গ্রামে কি মানুষ থাকে না নাকি ওরা মানুষ না?.....
।ভাবি আমাকে শান্তোনা দিলেন আমার মন ভালো করার জন্য ফাজলামি শুরু করেছেন ভাবি আর নিশু আমাকে হাসানোর জন্য কিন্তু আমার এখন ইচ্ছা করছে উনার সাথে কথা বলতে।কেনো এমন ব্যবহার করছেন আমার সাথে কি করেছি আমি?
আর divorce বা কেনো দিবে বললেন কাল রাতে? কি যে হচ্ছে কিছুই বুঝতে পাচ্ছি না.........কি ভেবেছেন কি হুম divorce দিবেন বলেই হলো নাকি মামার বাড়ির আবদার।বিয়ে কী কোনো ছেলেখেলা নাকি যখন ইচ্ছা হবে করবে যখন ইচ্ছা ভেঙ্গে দিবে এটা তো হতে পারে। আমাকে উনার সাথে কথা বলতেই হবে
এই পরিবারের সব মানুষ কতো ভালো কতো ভালো ব্যবহার আর উনি।।।।।।।।। উনি যে এমন কেনো কে জানে
আর এখান কার কারোর তো কোনো তুলনা হয় না।সব মেয়েরা ঠিক যেমন শশুর বাড়ি চাই ঠিক তেমনি। সবার কথা শুনে মনে হচ্ছে যেনো আমি তাদের কতোদিনের চেনা আপন কেউ।আমার তো মা বাবা নেই ভাইয়া আর দাদি নিয়ে আমার পরিবার ছিলো কিন্তু এখন মনে হচ্ছে আমার পরিবার টা পূর্ণ হয়েছে মার মতো শাশুড়ি বাবার মতো শশুর,বড় ভাইয়ের মতো ভাশুর ছোট বোন বড় বোনের মতো ভাবি সব পেয়েছি সব, নিজেকে আজ খুব ভাগ্যবতী মনে হচ্ছে।......
কিন্তু উনি তো আমাকে পছন্দ করেন না সবাই এতো ভালো শুধু উনি এমন কেনো কে জানে।খারুস একটা সব সময় শুধু ধমক দিয়ে কথা বলে মুখে একটু মিষ্টি কথা নেই,রাম গরুর ছানা সব সময় শুধু রাগ আর রাগ কেনো রে একটু ভালো করে কথা বললে কি হয় তোর?
সে যাইহোক না কেনো..............মিস্টার হাজবেন্ড আপনাকে তো আমি ঠিক করবোই just wait নিজের [মনে মনে] বলছি এসব ভাবিরা নানান ধরনের মজা করছে হাসাহাসি করছে আমাকে নিয়ে কিন্তু আমি চিন্তাই করছি উনার কথা। কি সমস্যা উনার আমাকে নিয়ে সেটা আগে জানতে হবে।
ভাবি:::::: কি গো কি এতো ভাবছো বরের কথা বুঝি।যাবে তো বরের কাছে।চিন্তা করো না একটু wait করো আমরাই নিয়ে যাবো তোমার বরের কাছে............বাববা এক দিনের মধ্যে এতো ভালোবাসা ভাবা যাই..............{আরো নানান ধরনের কথা বলছে আর হাসাহাসি করছে} এখানে আমরা যে আছি আমাদের কাছে একটু থাকো না গো।
মিষ্টু::::উফফ আল্লাহ দরি ফালাও আমি উঠে যায় লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে কি সব বলছে আল্লাহ লজ্জা কিছু বলতেও পাচ্ছি না।
ভাবি::::::::;তা কি কি কথা হলো তোমাদের মধ্যে যে আমার দবজীকে চোখে হারাছো।হুম বলো না বলো আমরা ও একটু শুনি বলো। বলো না আমার দেবর খুব বেশি ভালোবেসে বুঝি হুমম?
মিষ্টু:::: ভালোবাসা!এখন অবধি একটু ভালো করে কথাই বলেনি আর ভালোবাসা হুহ
(মনে মনে )।চুপ করে আছি আর আমাকে নিয়ে নানান ধরনের মজা করছে আর হেসে চলেছে সব।
কাজেরলোক:::::::বড় ভাবি আপনেদের নিচে খেতে ডাকছে আম্মাই
ভাবি::;;;:::ও আচ্ছা ঠিক আছে তুমি যাও আমরা আসছি
কাজেরলোক:::::::জে আইচ্ছা
তার পর নিচে আসলাম সবাই ..,...,সবাই খেতে বসেছেন আমাকে ও জোড় করে বসিয়ে দিলেন উনার পাশে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে উনার দিকে তাকিয়ে কেমন ভুতের মতো লাল লাল চোখ করে আমার দিকে তাকাছে।আমি মাথা টা নিচু করে আবার তাকিয়ে দেখি সেই একিভাবে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। উফফ আল্লাহ রহমত করো এই রাক্ষসের হাত থেকে বাচাও..এই বাচ্চা মেয়েটাকে। কিছুক্ষন..পর.....,. সবার সামনে এভাবে খেতে যেনো খুব লজ্জা লাগছিলো তাই কিছু খেতে পারছিলাম না আর উনি চুপচাপ খেয়ে যাচ্ছেন তখন ভাবি বলে উঠলেন
ভাবি::::::কি গো কাব্য তুমি তো দেখি একাই ষাঁড়ের মতো খেয়ে যাচ্ছো তোমার পাশে যে তোমার একমাত্র বউ কিছুই খাচ্ছে না সেটা দেখছো।
কাব্য ::::::::তো আমি কি করতে পারি যার খেতে ইচ্ছা করবে সে খাবে না হলে খাবে না।
বাবা::::::কাব্য এটা কি ধরনের ভদ্রতা ও নতুন এসেছে আর তুমি ওর সাথে মিস বিহেভ করছো?.....(রেগে)
কাব্য ::::::::sorry dad.
বাবা:::::আর যেনো এমন টা না হয়।..............কি হয়েছে বৌমা তুমি খাচ্ছো না কেনো?
মিষ্টু:::::::: জ্বি মানে........ আ...মার খাওয়া হয়ে গিয়েছে বাবা আর পারছিনা।
মা:::::সেকি মা তুমি তো কিছুই খাওনি আর একটু মাংস দিই।
মিষ্টু:::::না মা আমি সত্যিই আর পারবো না
বাবা::::::আমার মনে হয় বৌমা আমাদের সামনে খেতে লজ্জা পাচ্ছে বৌমার খাবার টা রুমে দিয়ে দাও
মিষ্টু:::::: না বাবা তার কোনো প্রয়োজন নেই।
মা:::::তোমার বাবা ঠিক বলেছে তুমি রুমে যাও আমি খাবার পাঠিয়ে দিচ্ছি কেমন যাও ছোটু তোমার ছোট মাকে নিয়ে যাও তো দাদুভাই(বড় ভাবির একমাত্র ছেলে 5 বছরের দেখতে খুবই মিষ্টি আর কথা গুলো ও কিউট)
ছোটু:::ওকেই দাদুন ছোটটো আম্মু চলো আমার সাতে
মিষ্টু::::::: জি..........তারপর আরকি এসে পরলাম নিজের রুমে মিস্টার ছোটু সাথে
ছোটু:::::::::ছোটটো আম্মু আমাকে কোলে নাও না পিলিছ
মিষ্টু::::::: এসো বাবা........তা তোমার নাম কি জানতে পারি?
ছোট্ট ::::::আমাল নাম শুভ্র সবাই আমালে ছোট্ট বলে তোমাল নাম কি?
মিষ্টু::::::: বাহহা তোমার নাম টা তো তোমার মতোই কিউট উম্মা আমার নাম মিষ্টি।
ছোট্ট ::::: দানো ছোটো আম্মু তুমি না খুবব ভাললো মিততির মতোই মিততি উম্মা ।
মিষ্টু:::::: তাই নাকি কিন্তু আমার থেকেও যে আমার ছোট্ট বাবা টা অনেক মিষ্টি কিউট তা কি তুমি জানো গালে আরেকটি পাপ্পি দিয়ে উম্মা।
ছোটু::::::হুম দানি ছোটটো আম্মু তুমি থাকো আমি তোমাল জন্য না এতো গুলো চকলেট নিয়ে আথি।ওকেই 

বলে দৌড়ে চলে গেলো আর উনি রুমে আসলেন উনার সাথে আমাকে কথা বলতেই হবে কিন্তু উনি আমাকে ইগনোর করে কিছু একটা খুজতে লাগলেন।
কাব্য :::::::::আমার ফোন টা কোথায় উফফ কোথায় যে রেখেছি............. কোথায় গেলো।
উনি ফোন খুজতে লাগলেন আমি তাকিয়ে দেখি ফোন টা বেডের কোনায় একটু দেখা যাচ্ছে আমি গিয়ে ফোন টা নিলাম।
মিষ্টু:::::এই যে আপনার ফোন.......উনি হঠাৎ হাত থেকে ঝটকা দিয়ে নিয়ে নিলেন
কাব্য :::::::একদম আমার স্ত্রী সাজার চেষ্টা করবে না বলে দিলাম।আর কোনোদিন আমার জিনিসে হাত দিবে না কথা টা যেনো মনে থাকে বুঝেছো? আর হ্যাঁ কি ভেবেছো আমার পরিবারকে বশ করেছো বলে আমাকেও পারবে?
মিষ্টু::::::;;কি বলছেন এসব!আমি আপনার স্ত্রী সাজার চেষ্টা কেনো করবো?আমি তো আপনার বিয়ে করা বউ আর কি সব বশ টশর কথা বলছেন আপনি?আমি কেনোই বা এগুলো করতে যাবো?
কাব্য:::::::আমি না এই বিয়ে মানি আর না তোমাকে বউ বুঝেছো? আর তুমি কি ভেবেছো আমি তোমাদের মতো মেয়ের সম্পর্কে কিছু জানিনা।
মিষ্টু::::::::কি জানেন আপনি আর আমার মতো মেয়ে মানে কি?
কাব্য::::::::মানে টা খুব simple তোমাদের মতো গ্রামের মেয়েরা খুব ভালো করেই জানো কি করে মানুষকে বশ করতে হয়।আর একদিনে আমার পরিবারের সবাই কে কেমন হাত করে নিয়েছো আমার বাবাকে তো আগেই করেছিলে আর এখন পরিবারের বাকিদের করছো। ভালো ভাবে শুনে রাখো সবাই কে পারলেও আমাকে পারবে না। okay
মিষ্টু::::::::কি বলছেন এসব?আমি তো শুনেছি আপনি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছেন আর আপনার চিন্তাধারা এমন ভাবতেও অবাক লাগছে আমার।
কাব্য::::::::চুপ করো তোমার মতো গাইয়া মেয়ের কাছে আমার এখন এসব কথা শুনতে হবে।আমার চিন্তাধারা নিয়ে যে এতো কথা বলছো তোমরা কি হুমমম?কোনো শিক্ষা নেই দিক্ষা নেই শুদ্ধ ভাবে তো কথাও বলতে জানো না তোমরা গ্রামের so called মানুষ।
মিষ্টু ::::::::::আপনাকে কে বলেছে গ্রামের মানুষরা অশিক্ষিত তাদের কোনো শিক্ষা নেয়?
কাব্য::::::;oh hello আমি কেনো এটা সবাই জানে আর তোমাদের সাথে কথা বলেই বুঝা যায় গ্রেয়োও ভুত কোথাকার।
মিষ্টু :::::::তা আপনার কাছে আমার কোন কথা টা অশুদ্ধ লাগছে??একটু বলবেন please আমার কোন কথা টা আপনাদের থেকে আর্লাদা?
কাব্য::::সত্যিই তো মেয়েটার কথা ও সাভাবিক লাগছে।হয়তো ভাবি নিশির থেকে শিক্ষেছে(মনে মেনে)তুমি তো খুব চালাক মেয়ে,,,,, একদিনে নিশির কাছে কথা বলাও শিখে নিয়েছো।
মিষ্টু:::::::আপনাকে এখন আমার ঠিক কি বলা উচিত বুঝতে পারছি না। শুধু আপনাকে না আপনার মতো কিছু শহরের লোক ভেবেই নিয়েছে গ্রামের মেয়েরা uneducated geao Unsmart right? but you know what unfortunately you all is wrong mister husband মানুষ এখন চাঁদে চলে গিয়েছে আর আপনারা এখনো সেই ঊনিশ শতাব্দীতেই পরে আছেন আপনারা এটা কেনো ভুলে যান এটা 2020 এখন আর কোনো গ্রাম আপনাদের এই শহরের চেয়ে কোনো অংশে কম না। আর হ্যাঁ আমরা গ্রামের মেয়েরা এসব বশ টশ করতে জানিনা আমরা শুধু ভালোবাসতে আর মানুষকে আপন করতেই জানি।
..
কাব্য::::::::Listen...........
ভাবি:::::::মিষ্টু তোমার ভাইয়া দাদি এসেছে নিচে.......
।
।
।
।
চলবে??