গ্রামের মেয়ে বলে ৪র্থ পর্ব
লেখিকা - সোনিয়া ইসলাম
ঘুমের মধ্যে এমন লাগছে কেনো উফফফ নড়াচড়া করতে পারছি না। মনে হচ্ছে কোনো শক্ত কিছু দিয়ে যেনো বেধে রেখেছে আমাকে....কেনো এমন হচ্ছে দেখতে চোখ মেলে তো চোখ কপালে

মিষ্টু::::::::এই যে মিস্টার এই এই কুম্ভুকর্ণ উঠুন না এই উফফফ ছাড়ুন না এই যে শুনতে পারছেন এই উফফ আল্লাহ রক্ষা করো আআআআআআআআআহহহহহ
কাব্য ছেড়ে দিয়ে ধরফরি উঠে বসে
কাব্য:::::কি....কি.... হয়েছে কি?
মিষ্টু:::::শ্বাস নিয়ে এই আপনি আমাকে.......
কাব্য::::কি তোমাকে �
মিষ্টু::::::জ......... আপ..... আপনি......আপনি.... এই In....dia border cro...ss করেছেন কেনো�
কাব্য:::::;;কিসের border �
মিষ্টু:::::::বাহহ সব ভুলে গেছেন?আমাদের মাঝখানে যে কুলবালিশ রাখা ছিলো সেটা কোথায় �
কাব্য তাকিয়ে দেখলো যে সত্যি বালিশ টা মাঝখানে নেই এদিক ওদিকে থাকিয়ে দেখে যে বালিশ টা কাব্যর দিকে নিচের সাইটে পরে আছে রাতে ঘুমের ঘোড়ে কাব্য হাত লেগে পরে যায়।আর কাব্যর কোলবালিশ ছাড়া ঘুম আসে না তাই মিষ্টুকেই কোলবালিশ ভেবে জড়িয়ে ধরে। আর আমাদের নায়িকা তো ঘুমালে কিছু খেয়ালি থাকে না।
কাব্য::::::বালিশ নিচে থাকলে এতখন যে কোলবালিশ জড়িয়ে ছিলাম ওই টা ?তার মানে এই মেয়েকে .........( মনে মনে )
মিষ্টু::::::কি হলো কথা বলছেন না কেনো আপনাকে শর্ত কি দিয়েছিলাম হুম � বলুন আপনি ইচ্ছে করে আমার সাথে এমন করেছেন এ..... এ........এ........এ
(জোরে চিল্লিয়ে কান্না করছে)

কাব্য::::::: কানে হাত দিয়ে what the......কি করেছি কি? এমন করে চিল্লাছো কেনো ষাঁড়ের মতো? উফফফ কানটা শেষ করে দিল।(কানে হাত দিয়ে )
মিষ্টু::::::::কিইইই আমি ষাড়�.......... আপনি কি হুম ছাগলের ঠ্যাং, মুরগির লেজ,সাপের মাথা,কালো মহিষ, নীল টিকটিকি, শাকচুন্নীর Bf,লাল কুমির,পচা নদীর মরা মাছ,আমেরিকার এনাকন্ডা,মুলার তরকারি,বাসি পানতা ভাত,নাইজেরিয়ার কুমির.....অস্ট্রেলিয়ান বান্দর মুখ পুরা হনুমান, হলুদ পোকা, চিড়িয়াখানা বনমানুষ,লাল পিঁপড়া....... ইদুরের নানা,বজ্জাত ছেলে হারামি লুইচ্চা একটা হুহ

কাব্য:::::::
কি ছিলো এগুলো?

মিষ্টু::::::হুহ এগুলো বিখ্যাত গালি,,,,আপনি জানেন না? ..
কাব্য:::::::এগুলো গালি ছিলো।আর তুমি আমাকে?

মিষ্টু:::::::হুম আপনাকে তো?

কাব্য::::::::How Dare you?

মিষ্টু:::::;হুহ আমার এখন আপনার সাথে true dare খেলার সময় নেই okay........bye মুখ বেছকি দিয়ে ওয়াশ রুমে চলে এলাম।
কাব্য::::::what the hall are you.� ধ্যাত সকাল সকাল ঘুম টা নষ্ট করে দিলো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পলাম,,, পরে এটাকে শিক্ষা দেবো।
মিষ্টু::::::ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি ভাবি আর মা কথা বলছে আর রান্না করছে আমাকে দেখে ভাবি বলে উঠলেন.........
ভাবি:::::::একি মিষ্টু তুমি এতো সকালে কিছু লাগবে?
মিষ্টু:::::::না ভাবি এমনি বসে থাকতে ভালো লাগছে না তার চেয়ে আপনাদের রান্নার কাজে সাহায্য করি।
মা:::::;শুনো মেয়ের কথা নতুন বৌ কি কাজ করবে� এখন তোমার কিছু করতে হবে না তার থেকে বরং আমাদের সাথে গল্প করো।
মিষ্টু:::::::ঠিক আছে কিন্তু তাও মা আমাকে রান্না করতে দিন না আমি সব রান্না পারি মোটামুটি। কিছু করি না মা please...,
মা::::::::আচ্ছা ঠিক আছে করো তবে আজ তো প্রথম রান্না করছো মিষ্টি কিছু করো।
মিষ্টু::::::: আচ্ছা মা পায়েস করি?
মা:::::::: হুম তাহলে তো খুব ভালো হয় তোমার বাবা ভাইয়া কাব্য এটা খুব পছন্দ করে। তাহলে মা তুমি এটা রান্না করো আমি তোমাকে সাহায্য করছি।
তারপর মা আমাকে হাতে হাতে সব এগিয়ে দিলেন আর আমি রান্না শেষ করলাম আরো কিছু রান্না করতে চাইলে ভাবি বলেন
ভাবি::::::::রান্না করার জন্য সারাজীবন পরে আছে এখন আর কিছু রান্না করতে হবে না। যেটুকু বাকি আছে আমি আর মা করে নিচ্ছি তোমাকে আর কিছু করতে হবে না। তার থেকে বরং তোমার স্বামীকে কফি টা দিয়ে ফ্রেশ হয়ে নিচে আসতে বলো খাবার টেবিলে যাও (ধাক্কা দিয়ে।)

মিষ্টু::::::এই যে শুনছেন এই......... এক মিনিট একটু রোমান্টিক করে ডাকলে কেমন হয়?হুমম।ওগো শুনছো গালে হাত বুলিয়ে ওগো উঠনা না দেখো তোমার জন্য কফি নিয়ে এসেছি...... এই শুনছো.........ধ্যাৎ এই কম্ভুকর্ণ তো উঠছেই না কত সুন্দর করে ডাকছি হুম........না এইভাবে হবে না দাড়াও দেখাছি মজা বলে উনা একটা হাতের আঙ্গুল নিয়ে কফিতে দিলাম আর কাজ হয়ে গেল উনি আবার বাদরের মতো লাফিয়ে উঠলো হিহিহি
কাব্য::::::::আআআআ হাত ঝাকিয়ে এই মেয়ে Problem টা কি তোমার এমন করলে কেনো?উফফ 

মিষ্টু:::::::
problem..? আমার ...? কই না তো আপনার কোনো problem হচ্ছে ?

কাব্য:::::::are you mad?
মিষ্টু::::::any doubt �
কাব্য::::::; O Allah please halp me.
মিষ্টু::::::: এই যে শুনছেন আল্লাহ না এইভাবে কারোর সাহায্য করে না সাহায্য পেতে হলে নামাজ পড়তে হয় জানেন?
কাব্য:::::::: এই তুমি বের হোও এখনি আমার সামনে থেকে 

মিষ্টু:::::হুহ আমার ও না আপনার সামনে থাকার কোনো interest নেই
ভাবি বললো আপনাকে কফি দিতে তাই আসলাম কফি টা খেয়ে আমাদের উদ্ধার করুন হুহ.....bye

কাব্য:::::উফফ আল্লাহ এটা কি মেয়ে নাকি অন্য কিছু কি দিয়ে বানিয়েছো একে? হাতে ফু দিয়ে
মিষ্টু::::::এমা আপনি এটাও জানেন না ছি ছি ছি আচ্ছা কোনো ব্যাপার না আমি বলছি আপনার বুকে পাজরের হাড় দিয়ে তৈরি করেছে আমাকে,তাই আমি এমন বুঝেছেন?আপনি যেমন বাঘা ওল আমি তেমনি বাঘা তেতুল বুঝেছেন Mister stupid husband?
কাব্য:::::তুমি......

মিষ্টু:::::হুম একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাকে নিচে খেতে যেতে বলা হয়েছে তাড়াতাড়ি মেকআপ করে থুক্কু ফ্রেশ হয়ে নিচে আসুন বাই।(বলে দৌড় )
সবাই মিলে খেতে বসেছেন খাওয়ার শেষে সবাইকে মা পায়েস টা দিলেন সবাই খেয়ে প্রশংসা করছে আর উনি চুপচাপ খেয়ে যাচ্ছেন। হঠাৎ আমার মুটু ফুপুশাশুড়ি মুখ কালো করে বলে উঠলেন।
ফুপ্পি::::::হুম কি এমন ভালো হয়েছে তোমরা না সব কিছুতেই বেশি বেশি করো। পায়েস মোটেও তেমন ভালো হয়নি।কেমন যেনো একটা খেতে হয়েছে এর থেকে তো আমার মেয়ে টিনা অনেক ভালো রান্না করে। আর এই মেয়েটাকে বা দোষ দিয়ে কি হবে? তোমার তো মা নেই ভাই কি আর এসব রান্না বান্না শিখাতে পারে নাকি।
বাবা:::::আহহ রিনা কি হচ্ছে কি এসব তোর খেতে ভালো না লাগে খেতে বলেছে কে?আর ঐসব আজেবাজে কথা বলা বাদ দেয়।আর আজকের পর থেকে কেউ যদি আমার ছোট বৌমার সাথে এমন ব্যবহার করে তাহলে সেদিন তার এই বাড়িতে শেষ দিন
ফুপ্পি::;;;ভাইয়া তুমি আমার সাথে এই মেয়েটার জন্য এইভাবে কথা বলতে পারলে? এই সামান্য একটা মেয়ে আজ আমার থেকে বড় হলো তোমার কাছে?আর আমি কিছু না।তোমার কাছে একদিনে এই মেয়ে আমাকে পর করে দিল?
মিষ্টু::::::নিচু হয়ে চোখের জল ফেলছি উনার কথা গুলো নিতে পারছি না।খুব কষ্ট হচ্ছে আমার ইচ্ছে করছে দৌড়ে চলে যায়।এখান থেকে আর এই মুহূর্তে এখান থেকে যেতেও পারছি না নতুন বৌ কি ভাববে সবাই? খুব অসহায় লাগছে নিজেকে আজ।ভাইয়া কোথায় তুমি ভাইয়া? মনে মনে ভাইয়াকে ডাকছি।
বাবা:::;;;বন্ধ কর তোর এসব,আমার যা বলার বলে দিয়েছি (চলে গেলেন)
আমি আর এক মুহুর্ত না দাঁড়িয়ে দৌড়ে রুমে এসে ওয়াশ রুমের দরজা লাগিয়ে কান্না করে দিই আজ মাকে সত্যি খুব মিস করছি কেনো মা কেনো চলে গেলে তোমরা কেনো?
ফুপ্পি::::::দেখেছিস কাব্য তোর বাবা কিভাবে অপমান করলো আমাকে সবার সামনে ওই মেয়েটার জন্য? থাকবো না আর আমি এই বাড়িতে
(নেকা কান্না করে )

কাব্য:::::::উফফফফ ফুপ্পি please আর ভালো লাগছে না এসব।উঠে রুমে এলাম সব জায়গা দেখলাম না কোথাও নেই,গেল টা কোথায় মেয়েটা আজ ফুপ্পি ওইভাবে না বলেও পারতো মেয়েটা হয়তো খুব কষ্ট পেয়েছে।
হঠাৎ দরজা খুলার আওয়াজ পেয়ে ফিরে তাকালাম ওহ ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো চোখ মুখ ফুলে লাল হয়ে আছে দেখেই বুঝা যাচ্ছে কান্না করেছে। এগিয়ে গেলাম ওর কাছে কথা বলার জন্য তখনি রহিমা খালা আসলো ওকে ডাকতে বাবা নাকি ডেকে পাঠিয়েছে শুধু ওকে ।ও কোনো কথা না বলে চলে যায় বাবার কাছে।
মিষ্টু:::::আসবো বাবা?
বাবা:::::::হুম এসো মা বসো এখানে।
মিষ্টু::::না বাবা এখানেই ঠিক আছি বলুন।
বাবা:::::মা রে তোর এই বুড়ো বাবা টা কে মাফ করে দিস।মা আমি জানি আমি তোর জীবন টা নিয়ে বাজি ধরেছি (হাত জোড় করে
)

মিষ্টু::::;:ছি ছি বাবা কি বলছেন এসব?
বাবা:::::ঠিকই বলছি রে মা আমি জানি কাব্য তোকে এখনো মন থেকে মেনে নেয়নি।তুই ভালো নেই আমি জানি
"বাবার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না মাথা নিচু করে দাড়িয়ে আছি"
বাবা:;;;;;;;:::: জানিস মা তোর বাবা আর আমি ছোটবেলার বন্ধু আমরা সব সময় এক সাথে থাকতাম গ্রামে আমার মামার বাড়ি ছিলো। আমি ওখানেই বেশি থাকতাম তোর বাবার জন্য।
তার পর আমি বিয়ে করে শহরেই সেটেল হয়ে যায়, তোর বাবাকেও অনেক বার বলেছি শহরের থাকতে কিন্তু না ওর গ্রামে থাকতেই ভালো লাগতো।তারপর থেকে আমাদের খুব বেশি দেখা হতো না।
এইভাবে 4 টা বছর চলে যায় একদিন আমি ঠিক করলাম যে না এইভাবে হবে না আমি তোর বাবাকে বিয়ে দিলাম, নিজে তোর মা কে পছন্দ করে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম তোর বাবাকে বিয়ে দিয়ে শহরে নিয়ে আসবো ভাবিকে বলে,কিন্তু ভাবি তোর বাবা যেটা বলতো তাই করতো। কখনো তোর বাবার মুখের উপর কথা বলতো না।তাই আর তোর বাবাকে আর শহরে আনা হলো না।
আমাদের এভাবে দিন যাচ্ছিল কয়েক বছর পর তুই এলি জানিস প্রথম আমি তোকে কোলে নিয়ে ছিলাম।তখন তোর ছোট ছোট হাত দিয়ে আমার আঙুল ধরে ছিলিস।একদম ছোট্ট সাদা ফুটফুটে একটি পরির মতো দেখতে বাচ্চা আমার কোলে আমি যেনো হাতে আকাশের চাঁদ পেয়েছিলাম এমন একটা অনুভতি হচ্ছিলো।
তখন আমার কোনো মেয়ে ছিলো না দুই ছেলে শুধু।তোকে পেয়ে আমি সব ভুলে গিয়েছিলাম।
আমি তখনি তোর বাবাকে বলি যে আমি তোকে আমার কাছে একেবারে রেখে দিব আমার কাব্যর বউ করে নিয়ে যাবো।
তখন তোর বাবা আমার পাগলামি দেখে রাজি হয়ে যায়।সব ঠিক থাক চলছিলো হঠাত যে কি থেকে কি হয়ে গেলো।(দীর্ঘ শ্বাস ফেলে)
কিন্তু আমি চাইনি তোদের এইভাবে বিয়ে টা দিতে বাধ্য হয়ে এমন তারাহুরো করে দিতে হলো নাহলে যে।
মিষ্টু:::::::: কি এমন হতো বাবা আর বাধ্য হয়ে মানে?
বাবা::;:;; হুম বলবো সেইজন্যই তোকে ডেকে পাঠিয়েছি..................
চলবে . . . . . . .