লেখিকা - সোনিয়া ইসলাম
ভাবি:::::: মিষ্টু তোমার ভাইয়া দাদিমা এসেছে তোমাকে দেখতে চাচ্ছে চলো আমার সাথে
ভাইয়ার কথা শুনে ভাবির সাথে নিচে আসলাম ভাইয়াকে দেখে জড়িয়ে ধরে কান্না করছি আর ভাইয়া মাথায় হাত বুলিয়ে আমাকে শান্ত করছে
ভাইয়া::::;;আরে পাগলি এভাবে কেউ কান্না করে নাকি হুম??
মিষ্টু::::::নাক টেনে ভাইয়া তুমি এতো দেরি করে আসলে কেনো?
ভাইয়া:::::sorry আপু ভুল হয়েছে আমার.....আর এমন হবে না এই দেখো কান ধরছি এবার মাফ করে দাও
মিষ্টু::::: হুম
ভাইয়া:::::::একটু হাস না বোন আমার বোনকে না হাসলে দেখতে একটুও ভালো লাগে না।
অজানা:::::হুম ঠিক বলেছো একদম পেত্নীর মতো লাগছে। শুনেছি বিয়ের পর নাকি মেয়েরা সুন্দর হয় আর তুই ঠিক পেত্নীর মতো হয়েছিস।
মিষ্টু::::::: ভাইয়া দেখছো কি বলছে ভা.............রিয়া আপু।
ভাইয়া:::::::ওই একদম আমার বোনকে কিছু বলবে না নিজে শাকচুন্নীর একটা.........আবার আমার বোনকে বলে কি না।
রিয়া:::::এই কি......? কি বললে তুমি আমি.........দাদীইই তুমি কিছু বলছো না কেনো তোমার হনুমান দাতিকে।
ভাইয়া:::::এই কি বললে।
দাদী:::::আহ কি শুরু করলি কি......তোরাকি ভুলে গিয়েছিস এটা কুটুমবাড়ি �
সবাই এবার চুপ হয়ে যায় আর আমার শুশুরবাবা হা হা হা করে হেসে.....
বাবা::::::: আরে খালাআম্মা বকছেন কেনো ওদের? এসব কোনো ব্যাপার না আমাদের তো ভালোই লাগছিলো ওদের খুনসুটি।
শাশুড়িমা সবার জন্য খাবার নিয়ে আসে সবাইকে খেতে দেয়।খাওয়া দাওয়া করে সবাই সবার সাথে গল্প করছে.......... রিয়া আপু আমাকে নিয়ে আমার রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে আমার কাছে বসে..........
রিয়া:::::::মিষ্টু আমাকে সত্যি করে বলতো তুই ঠিক আছিস?
মিষ্টু::::::হুম আমার কি হবে আমি একদম ঠিক আছি ভাবি।
রিয়া:::::::ইসসস ভাবি হয়নি এখনো তোর।(লজ্জা পেয়ে)
মিষ্টু::::::তো কি হয়েছে এখন তো হয়ে যাবে।
রিয়া:::::::হুম তোর যে ভাইয়া আমার সাথে তো কথাই বলতে চাই না। সব সময় দূরে দূরে থাকে।যাক সেসব কথা এখন তারাতারি সত্যি টা বল ছোট থেকে দেখছি তোকে আমার কাছে কিছু লুকাতে পারবি না। বল কি হয়েছে.......... তোর বর টা কেও তো একবার তোর সাথে কথা বলতে দেখলাম না সব কিছু ঠিক আছেতো?
মিষ্টু:::::::না কিছু ঠিক নেই (জড়িয়ে ধরে )ভাবি উনি আমাকে পছন্দ করেন না?
রিয়া::::::::কি বলছিস এসব তোর মতো চাদের টুকরো মেয়েকে কিনা...... তোর বর তোকে পছন্দ করে না চোখের সমস্যা আছে নাকি এমন ফুলের মতো সুন্দর মেয়েকে.........
মিষ্টু::::::::হুম ভাবি এটাই সত্যি।উনি তো আমার দিকে তাকিয়ে দেখেননি। আর জানো উনার সমস্যা টা কোথায় আমি #গ্রামের_মেয়ে_বলে।
রিয়া::::;; তো কি হয়েছে গ্রামের মেয়েরা কে মানুষ না?
মিষ্টু::::::;না উনার চিন্তাধারা অনুযায়ী গ্রামে মানুষ থাকে না অশিক্ষিত বরবর মানুষ বাস করে।উনি তো আমাদের মানুষ মনে করে না।তারপর কাল রাতে থেকে সব কথা বললাম (ছোট থেকে আপুর সাথে আমার খুব ভাব আমার সব সমস্যা কথা আমি ভাইয়া আর রিয়া আপুকে বলি এই মানুষ দুটো আমার মনের খুব কাছের।)
রিয়া:::::::ঠিক করেছিস আরো কিছু কথা শুনিয়ে দিতি নিজেকে কি মনে করে কি হুমম বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে বলে মানুষকে মানুষ ভাববে না।উনার এতো সমস্যা ছিলতো বিয়ে কে করতে বলেছিলো......... যা হবার হয়েছে তুই চল আমার সাথে আর এই বাড়িতে থাকতে হবে না,,তোর,, ভাইয়ার কাছে চল সব বলবি এখনি। আর এক মুহুর্ত থাকতে দিবো না..........
মিষ্টু:::::::;না.....না .......ভাইয়াকে কিছু বলা যাবে না। ভাবি ভাইয়া জানতে পারলে খুব কষ্ট পাবে। তুমি কিছু ভাইয়াকে বলো না আমার জন্য ভাইয়া নিজকে অপরাধী মনে করবে তা আমি চাই না।ভাইয়া যেমন আমার কষ্ট সহ্য করতে পারবে না আমি পারবো না।
আর বিয়ে কোনো ছেলেখেলা না চাইলেই সব শেষ করা যায় না।বিয়ে একটি পবিত্র সম্পর্ক আমি এই সম্পর্ক ছোট করতে চাইনা,আর এসব তো উনার ভুল ধারণা আমি উনা এই ভুল ভাঙ্গিয়ে ছাড়বো। দেখিয়ে দেবো গ্রামের মেয়েও কম যায় না।গ্রামের মেয়েরা চাইলে ওদের শহরের মেয়েদের ও পিছনে ফেলতে পারে...............
রিয়া:::::::::: হুম ঠিক বলেছিস এদের কে বুঝিয়ে দিতে হবে আমরাও কোনো অংশে কম না।
মিষ্টু::::::::হুম দিবো কিন্তু এর জন্য আমার একটু সময় লাগবে তার আগে আমার একটি কাজ করে দিতে হবে তোমাকে.......দেখো নিয়ম অনুযায়ী আজ আমাদের ওই বাড়িতে যেতে হবে।
রিয়া:::;;;;হুম এটাই তো সাভাবিক ¿
মিষ্টু:::::::::হুম কিন্তু আমি আজ যেতে চাই না তুমি যেভাবেই হোক সবাইকে রাজি করিয়ে নিয়ে যাও please
রিয়া::::: মাথা খারাপ হয়েছে তোর?
মিষ্টু:::::::::::শুনো আগে আমার কথা টা এখন যদি উনাকে জোড় করে নিও যায় উনার ব্যবহারে ভাইয়া সব বুঝতে পারবে আমি চাই না এটা..... তার থেকে ভালো হবে আগে এটাকে ঠিক করি তারপর যাবো ওই বাড়িতে।
রিয়া::::::::তুই তো ঠিকই বলছিস কিন্তু তোর ভাইয়া কি আমার কথা শুনবে(করুণ চোখে ) .......আচ্ছা দেখছি কি করতে পারি।(জড়িয়ে ধরে) ভালো থাকিস আর নিজের খেয়াল রাখিস কেমন কপালে চুমু দিয়ে সোনাপাখি।
বিয়েটা হঠাৎ হওয়াতে তেমন কাউকে জানানো হয়নি খুব ছোট্ট করে অনুষ্ঠান করা হয়েছে। যে কয়েকজন এসেছিল সবাই খেয়ে চলে গিয়েছে।রিয়া আপু অনেক কষ্ট করে দাদীকে পটিয়ে ভাইয়াকে রাজি করিয়ে নিয়ে চলে গিয়েছে।বাবাও না করেছে তার ছোটমাকে এখন যেতে দেবেনা ভাইয়ার যখন ইচ্ছা আমাকে দেখে যেতে পারবে বলে বিদায় দিয়েছে।আমার এখন খুব কষ্ট হচ্ছে ভাইয়া যাওয়া সময় মুখ টা কালো করে গিয়েছে,হয়তো ভেবে ছিলো আমি ভাইয়ার সাথে যেতে চাইবো কিন্তু আমি কিছুই বলিনি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম ভাইয়া যে কষ্ট পেয়েছে।সেটা কেউ না বুঝলেও আমি ঠিক বুঝতে পারছি।
বিছানায় শুয়ে এসব ভাবছিলাম হঠাৎ জোরে দরজা লাগনো শব্দে চমকে উঠলাম পিছনে তাকিয়ে দেখি উনি এসেছে হুহ তাতে আমার কি?একটা don't care ভাব নিয়ে শুয়ে রইলাম।
রুমে এসেই মেজাজ টা খারাপ হয়ে গেলো এই গ্রেয়োও ভুত টা আমার বিছানায় রাণীর মতো শুয়ে আছে।
কাব্য::::::এই মেয়ে তোমার সাহস তো কম না আমার বিছানায় শুয়ে আছো।
মিষ্টু::::::হুম তো? আমি বিছানা ছাড়া ঘুমাতে পারি না আর এখন থেকে এটাতে আমার ও অধিকার আছে তাই শুয়েছি তো কি হয়েছে?
কাব্য:::::: কি হয়েছে মানে নামো এখনি আমার বিছানায় থেকে বলছি।
মিষ্টু::::::::দেখুন আপনি যদি ভেবে থাকেন এখন বিনা টিকিটে বাংলা সিনেমা দেখবেন তাহলে বলবো এসব ভাবনা চিন্তা বাদ দিয়ে ঘুমিয়ে পড়ুন।অনেক রাত হয়েছে আর সারাদিনে অনেক ধকল গেছে আমার উপর দিয়ে। আমি এখন আপনার সাথে কথা বলে আর এনার্জি নষ্ট করতে চাচ্ছি না,আর এমনিতেও আপনার সাথে এখন কথা বলার মোড নেই।
কাব্য:::::::oh hello তোমার সাথে কথা বলাতে আমার ও কোনো interest নেই okay আর কথার মাঝখানে বাংলা সিনেমা কোথা থেকে আসলো। আর কি ভাবছি ?
হুট করে বিছানা থেকে নেমে কাব্যর পায়ে ধরে........
মিষ্টু:::::::: ওগো আমার পরাণের সোয়ামি আপোনি আমার সাথে এমন কইরবেন না গো আপনার দোহাই লাগে আমাকে একটু আপনের পায়ের কাছে থাই দিন। না হলে যে আমি মইরে যাবো। দয়া করুন আমার প্রতি আমি এক অবলা নারী আপনে যদি আমারে ছেড়ে দেন তো এই নিষ্ঠুর পৃথিবীতে কোথায় যামু আমি এ্যা


কাব্য::::::
এর আবার কি হলো এতখন তো ভালোই ছিল হঠাৎ করে......উফফ কাব্য তুই কি ভুলে গেলি এটা গ্রামের মেয়ে এসবিত করবে এছাড়া আর কি বা করতে পারে এরা........কিন্তু সকালে এতো ভাব নিয়ে আমার সাথে কথা বললো....... আমাকে কতো বড় বড় কথা শুনালো আর এখন তো সেই আমার পায়ের কাছে আসতে হলো হু (মনে মনে)এই কি করছো কি ছাড়ো আমার পা

মিষ্টু::::::::::
না গো সোয়ামি আপনে আগে কন আমারে ছায়রা দেবেন না। ও সোয়ামি ও সোয়ামি কন না কন না ছাইরা দেবেন না আমারে ও সোয়ামি ওসোয়ামিইইইই এ্যা ভ্যা ভ্যা


কাব্য::::::::what the hell.....কি তখন থেকে সোয়ামি সোয়ামি করছো কি এসব?আর ছাড়ো আমার পা ছাড়ো বলছি।আর কান্না থামাও বলছি তুমি তো......
মিষ্টু::::::::হাহাহা কিভেবে ছিলেন গ্রামের মেয়ে বিয়ে করেছেন তো পুরাতন বাংলা সিনেমার নায়িকাদের মতো করে আপনার পায়ের কাছে এসে এসব বলবো তাই তো?চু চু চু So sad Mister husband. আমি মোটেও সেই ধরনের মেয়ে না।আপনি যদি আমাকে ওরকম মেয়ে ভেবে থাকেন তো ভুল করবেন।
কাব্য:::::ও তো এতখন তাহলে এসব নাটক করছিলে�( দাতে দাত চেপে)
মিষ্টু:::::না আপনার মনে আশা পূর্ণ করছিলাম।যাক সেসব কথা আমি এখন ঘুমাবো so don't Disturb me okay,,, bye and good night Mister.husband বলেই বিছানায় শুয়ে পরলাম হাই তুলে হুম
কাব্য:::::::ভালোই ভালোই বলছি নেমে আসো বিছানা থেকে নাহলে কিন্তু ভালো হবে না।
মিষ্ঠু::::::;;উফফফফফ এই আপনি আমাকে একটু শান্তিতে ঘুমাতেও দেবেন না নাকি�
কাব্য আর কথা না বলে আমাকে হাত ধরে বিছানা থেকে নামাতে যায় ......
মিষ্টু:::::::হাত টা ছাড়ুন বলছি নাহলে কিন্তু,,,,,,,,,,
কাব্য::::: কি করবে তুমি হুমম?কি করতে পারো তুমি �
মিষ্টু::::::waitদেখাছি........শশুরবাবা....শশুরবাবাআআ শশুরবা হু মমমমম উমমম তারাতারি কাব্য আমার মুখ চেপে ধরে আর আমি ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না।তাই হাতে দিলাম একটা কামড়।
কাব্য:::::আআআআআআআ উফফফ এই কি করলে এটা হুম?রাক্ষসী মেয়ে একটা এতো জোরে কেউ কামড় দেয়�
বড় বড় নিশ্বাস নিয়ে...........
মিষ্টু::::::হুম, এভাবেই কামড় দেয় তো। যাদের আপনার মতো এমন জল্লাদ স্বামী আছে তারা এমন করেই শিক্ষা দেয় বুঝতে পেরেছেন?......তো এখন বলুন আমাকে বিছানায় ঘুমাতে দেবেন নাকি শশুর বাবাকে ডেকে বলবো আপনার সব কথা।
কাব্য:::::কিইই......কিিই...বলবে তুমি?
মিষ্টু:::::::::বেশি কিছু বলবো না just আপনার কালরাতের কথা গুলো আর আজকের দিনের কথা আর হ্যাঁ divorce কথা এই আরকি nothing else.
কাব্য:::::::তুমি কি আমাকে ভয় দেখাছো?
মিষ্টু::::::::এতখন তো ভাবিনি কিন্তু এখন দেখাবো। তাড়াতাড়ি বলুন কি করবেন তাড়াতাড়ি আমি 1-5 পযর্ন্ত বলবো যদি এর মধ্যে,, you better know 1........2........3.....4....
কাব্য::::::::okay fine.
মিষ্টু:::::::এইতো good boy.আমি চুপচাপ শুয়ে পরলাম আর উনি রুমে মধ্যে পায়চারি করছে
কাব্য::::::আমি কোথায় ঘুমাবো?
মিষ্টু::::::;কেনো এতো বড় রুম আছে নিচে নাহলে সোফায় ঘুমাতে পারেন তাতে আমার কোনো problem নেই।
কাব্য:::::; কি আমার রুমে এখন আমি এইভাবে ঘুমাবো?
...........সোফায় বসে এইভাবে কি ঘুমানো যায়........উফফফ.......দেখে নেব তোমায়

মিষ্টু:::::হুম দেখুন ভালো করে দেখুন এখন থেকে সারাজীবন তো এই মুখ টা দেখতে হবে আপনার।
কাব্য::::::::full life my foot কালকেই আমি lower কাছে যাবো divorce.......
মিষ্টু:::::::;:wait wait mister.husband আচ্ছা একটা কথা বলুন তো আপনি কি বিদেশে সব পরীক্ষায় নকল করে পাস করেছিলেন?
কাব্য::::::::: what? তুমি জানো আমি সব সময় first ছিলাম কোনোদিন 2nd হয়নি আর তুমি বলছো আমি,,,,,,
মিষ্টু::::: হুম তা তো আন্নের কথা হুন্নে মনে হইচ্ছে নো বিরবির করে।
কাব্য;:::::::::;;;কি বলছো?
মিষ্টু::::::হুমমম?বলছি যে আপনি এতো লেখাপড়া করেছেন আর এটা জানেন না যে divorce দুজনের সম্মতি ছাড়া হয় না। একটুকু তো একটা বাচ্চা ও জানে আর আপনি �
কাব্য:::::::কি বলতে চাইছো?
মিষ্টু::::::::তেমন কিছুই না just এটাই যে আমি আপনাকে divorce দিচ্ছি না।বিয়ে টা আপনার কাছে ছেলেখেলা হতে পারে but আমার কাছে না so এসব চিন্তা ভুলে ঘুমিয়ে পরুন কেমন।আর হ্যাঁ আমি আপনার মতো না আপনি চাইলে বেডে শুতে পারেন কিন্তু একটা শর্ত আছে মাঝখানে এই কোলবালিশ টা থাকবে আর এই ইন্ডিয়ার বডার ভুলে ও পার করবেন না okay?রাজি থাকলে আসতে পারেন এটা মাঝখানে থাকলো।
কাব্য:::::::::No, needed আমি সোফায় ঘুমাবো।
মিষ্টু::::::okay as your wish...good night.
কাব্য সোফায় এপাশ ওপাশ করছে ঘুম আসছে না এভাবে কি কেউ ঘুমাতে পারে নাকি।
কাব্য::::::::উফফফ না এইভাবে ঘুম হবে না আমার। দেখো কি শান্তিতে ঘুমাছে মহারাণী।
উফফফ ফুপ্পিতো বলেছিল গ্রামের সহজ সরল মেয়ে সহজে পিছন ছাড়া তে পারবো কিন্তু এতো দেখি ধানিলঙ্গকা জীবন টা তেজপাতা বানিয়ে ছাড়বে আমার
...................,......................,........

না ওর পাশে শুয়া ছাড়া কোনো option নাই কাব্য আস্তে আস্তে বিছানায় গিয়ে একপাশে শুয়ে পরে কাব্য ভেবেছে মিষ্টু ঘুমিয়ে পরেছে কিন্তু মিষ্টু ঘুমের ভান করেছিল
মিষ্টু:::::::: মুচকি হেসে আমি জানতাম Mister.husband আপনি ঠিক আসবেন আপনাকে কিভাবে পথে আনতে হবে তা আমার ভালো করেই জানা আছে। তারপর দুজনের ঘুমের দেশে পারি জমায়
।
।
।
।
।
চলবে . . . . . .